লাল1 [ lāla1 ] বি.
1 লালা, সচরাচর শিশুদের এবং লোভে বড়োদের মুখনিঃসৃত রসবিশেষ;
2 থুতু।
[সং. লালা]।
লাল2 [ lāla2 ] বিণ. (নামের যোগে) সুন্দর; প্রিয় (নন্দলাল, লালচাঁদ, লালগোপাল)।
[হি. লাল]।
লাল3 [ lāla3 ] বি. বিণ. রক্তবর্ণ, লোহিত (লাল কাপড়)।
[ফা.]।
লালচে বিণ. ঈষত্ রক্তবর্ণ।
লালঝাণ্ডা বি. 1 লাল রঙ্গের পতাকা; 2 কমিউনিস্ট দলের প্রতীক লাল পতাকা।
লালমুখ বিণ. রক্তবর্ণ মুখযুক্ত।
☐ বি. 1 রক্তবর্ণ মুখ; 2 (আল.) মর্কট, বাঁদর; 3 সাহেব।
চোখ লাল করা ক্রি. বি. রাগ দেখানো।
Leave a Reply