লাঠি [ lāṭhi ] বি. হাতে ধরার উপযুক্ত মূলত বাঁশ বা কাঠের লম্বা টুকরো, যষ্টি, লগুড়।
[প্রা. লট্ঠি > সং. ষষ্টি]।
লাঠিখেলা বি. লাঠি নিয়ে লড়াই-লড়াই খেলা।
লাঠিয়াল, লেঠেল বি. লাঠি নিয়ে যুদ্ধ করতে পটু ব্যক্তি।
লাঠিয়ালি, লেঠেলি বি. লাঠিয়ালের বৃত্তি।
লাঠিসোঁটা বি. লাঠি ও তত্সদৃশ বস্তু।
লাঠ্যৌষধি বি. লাঠির প্রহাররূপ ওষুধ বা সংশোধনের উপায়, অর্থাত্ লাঠি দিয়ে মেরে অপরাধের প্রতিকার।
Leave a Reply