লাঙল [ lāṅala ] বি. ইস্পাতের ফলাযুক্ত জমি চষার যন্ত্রবিশেষ, হল। [সং. লাঙ্গল]। লাঙল চষা ক্রি. বি. লাঙল দিয়ে জমি চাষ করা। লাঙলটানা বিণ. হলবহনকারী। লাঙলদড়ি বি. যে দড়ি দিয়ে লাঙলের সঙ্গে মই বাঁধা হয়। Category: বাংলা অভিধান, লপূর্ববর্তী:« লাঘবপরবর্তী:লাঙল চষা »
Leave a Reply