লাগানো [ lāgānō ] ক্রি. বি.
1 সংযুক্ত করা (খামে টিকিট লাগানো, ঘরে আগুন লাগানো);
2 লিপ্ত বা লেপন করা (দেওয়ালে রং লাগানো, ফোঁড়ায় মলম লাগানো);
3 ছোঁয়ানো (গায়ে গা লাগানো);
4 সেবন করা, লাগতে দেওয়া (মাথায় রোদ লাগানো);
5 ভিড়ানো (তীরে নৌকা লাগানো);
6 রোপণ করা (গাছের চারা লাগানো);
7 নিযুক্ত করা (কাজে লাগানো; মনে লাগানো, পিছনে লোক লাগোনো);
8 প্রয়োগ করা (ঘা কতক লাগানো);
9 বাধিয়ে দেওয়া (ঝগড়া লাগিয়ে দিচ্ছে);
10 ব্যয় করা (সময় লাগানো);
11 মনে উত্পাদন করা, বোধ করানো (তাক লাগানো, ভয় লাগানো);
12 গোপনে বিরুদ্ধে বলা, চুকলি কাটা (আমার নামে লাগিয়েছে);
13 বন্ধ করা (দরজাটা লাগিয়ে দাও)।
লাগা দ্র।
লাগানি বি. গোপন নালিশ, চুকলি।
লাগানি-ভাঙানি বি. গোপনে অন্যের নিন্দা করে মন বিগড়ে দেওয়া।
Leave a Reply