লাগা ক্রি. [ lāgā kri. ] বি.
1 যুক্ত বা লিপ্ত বা সংলগ্ন হওয়া (জুতোয় কাদা লাগা, ঘরে আগুন লাগা);
2 স্পর্শ করা (গায়ে বাতাস লাগা);
3 ভেড়া, ভিড়া (তীরে নৌকা লাগা);
4 থামা (ওইখানে গাড়ি লাগাও);
5 রত নিযুক্ত বা ব্যাপৃত হওয়া (কাজে লেগে যাও);
6 আরম্ভ হওয়া, ঘটা (গ্রহণ লাগা);
7 করতে থাকা (খেতে লাগল);
8 স্বাদবোধ হওয়া (মিষ্টি লাগছে);
9 অনুভূত হওয়া (ভালো লাগা, গরম লাগা);
10 ক্লেশবোধ বা যন্ত্রণাবোধ হওয়া (পায়ে বড়ো লাগছে);
11 যুক্তিযুক্ত হওয়া, খাপ খাওয়া, মানানো (কাজে গা লাগাছে না, শব্দটা ওখানে লাগবে না);
12 তুল্য হওয়া (মহাভারতের কাছে অন্য মহাকাব্য কি আর লাগে?);
13 প্রয়োজন হওয়া (টাকা লাগবে, আর কী কী লাগবে?);
14 মূল্যরূপে ব্যয়িত হওয়া (কিনতে দশ টাকা লেগেছে);
15 সফল হওয়া, ফলপ্রসূ হওয়া (ওষুধটা লেগেছে, তার ভবিষ্যদ্বাণীটা লাগল না);
16 বিবাদ বাধা (দু-পক্ষে আবার লেগেছে);
17 পছন্দ হওয়া (কথাটা মনে লাগছে);
18 জ্বালাতন বা শত্রুতা করা (পিছনে লাগা);
19 বিদ্ধ হওয়া, বেঁধা (গুলিটা বুকে লেগেছে, তিরটা পিঠে লেগেছে);
20 আঘাত পাওয়া (ঘুসি লেগেছে, চোট লাগা, খোঁচা লাগা);
21 ধারণা বা অনুভব হওয়া (কুসুমসমান লাগা);
22 পছন্দ বা মনোমতো হওয়া (তার কথাটা আমার মনে লেগেছে);
23 আটকে যাওয়া, বাধাপ্রাপ্ত হওয়া (নৌকো কাদায় লেগেছে, গলায় লাগা);
24 কু প্রভাব পড়া (এঁড়ে লাগা, শনি লাগা)।
[সং. √ লগ্ + বাং. আ]
লেগে থাকা ক্রি বি. রত থাকা; নাছোড়বান্দার মতো রত থাকা।
লেগে যাওয়া ক্রি. বি.
1 কাজ বা উদ্যোগ শুরু করা, কাজে নামা;
2 খেটে যাওয়া, মিলে যাওয়া (তাঁর কথাটাই লেগে গেছে)।
Leave a Reply