লাখ [ lākha ] বি. লক্ষ1 এর কথ্যরূপ, 100,000 সংখ্যা।
[] বিণ. 1 এক লক্ষ-সংখ্যক; 2 (আল.) অগণিত, অসংখ্য।
[সং. লক্ষ]।
লাখ কথার এক কথা — বহু কথার মধ্যে সবচেয়ে মূল্যবান কথা, সার কথা।
লাখপতি বি. লক্ষাধিক টাকার মালিক।
লাখ লাখ বিণ. অসংখ্য (লাখ লাখ লোক)।
লাখে, লাখে, লাখো লাখো বিণ. অসংখ্য।
Leave a Reply