ললিত [ lalita ] বিণ.
1 সুন্দর, চারু (ললিত রূপ, ললিত বেশ);
2 মৃদু, মনোরম (ললিতকলা);
3 কমনীয়, কোমল (‘কহিল রমণী ললিত কণ্ঠে’)।
☐ বি.
1 লাস্য;
2 স্ত্রীনৃত্য;
3 বিলাস;
4 সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ।
[সং. √ লল্ + ত]।
ললিতকলা বি. গীতবাদ্য চিত্রাঙ্কন কাব্য-নাটকাদি চারুকলা।
ললিতা বিণ. ললিত-র স্ত্রীলিঙ্গে।
☐ 1 দেবীবিশেষ, দুর্গাদেবী; 2 শ্রীরাধিকার জনৈকা সখী।
ললিতা সপ্তমী — ভাদ্রমাসের শুক্লা সপ্তমীতিথি।
Leave a Reply