লম্বা [ lambā ] বিণ.
1 দীর্ঘ, সামনে প্রসারিত, উপরে বা নীচে বিস্তৃত (লম্বা লোক, লম্বা পথ, দুহাত লম্বা);
2 দীর্ঘকালব্যাপী (লম্বা দিন, লম্বা ঘুম);
3 (আল.) ধরাশায়ী (লম্বা হওয়া, পিটিয়ে লম্বা করা);
4 দম্ভপূর্ণ (লম্বা লম্বা কথা)।
☐ বি.
1 দৈর্ঘ্য (লম্বায় দশ হাত);
2 ঝুল (জামাটা লম্বায় খাটো)।
[সং. √ লম্ব্ + বাং. আ]।
লম্বাই বি. 1 দৈর্ঘ; 2 ঝুলের মাপ।
লম্বাই-চওড়াই বি.
1 দৈর্ঘ ও প্রস্হের মাপ;
2 দম্ভপূর্ণ উক্তি (অনেক লম্বাই-চওড়াই বলে গেল);
3 আস্ফালন।
লম্বা করা ক্রি. বি.
1 প্রসারিত করা;
2 বাড়ানো;
3 (আল.) প্রহার দিয়ে ধরাশায়ী করা।
লম্বাচওড়া বিণ. দীর্ঘদেহী এবং স্বাস্হ্যবান।
লম্বা চাল বি. অতিরিক্ত আড়ম্বর।
লম্বাটে বিণ. লম্বা ধরণের; কিছুটা লম্বা।
লম্বা দেওয়া ক্রি. বি. দ্রুত ছুটে পালানো; চম্পট দেওয়া।
লম্বালম্বি ক্রি-বিণ. দৈর্ঘ্যের দিকে অনুদীর্ঘভাবে (চাদরটাকে লম্বালম্বি পাতো)।
লম্বা হওয়া ক্রি. বি.
1 প্রসারিত হওয়া;
2 বাড়া, বেড়ে ওঠা;
3 দীর্ঘ হওয়া;
4 (আল.) হাত-পা ছড়িয়ে শুয়ে পড়া।
Leave a Reply