লম্ব [ lamba ] বি.
1 দীর্ঘ রেখা;
2 সমকোণে অবস্হিত সরলরেখা, perpendicular
☐ বিণ.
1 দোলায়মান, লম্বাভাবে ঝুলেছে এমন;
2 দীর্ঘ;
3 খাড়া, ঋজু;
4 সমকোণে অবস্হিত।
[সং. √ লম্ব্ + অ]।
লম্বকর্ণ বিণ. লম্বা কানবিশিষ্ট।
☐ বি. (লম্বা কানযুক্ত বলে) গাধা খরগোশ হাতি প্রভৃতি জীব।
লম্বচ্ছেদ বি. লম্বালম্বি কাটা।
লম্বন বি. 1 ঝুলন, দোলন; 2 অবলম্বন।
লম্বমান বিণ. 1 দোলায়মান, ঝুলছে এমন; 2 (ব্যঙ্গে) শুয়ে আছে এমন (বিকেল বেলায় বিছানায় লম্বমান হয়ে আছ কেন?)।
লম্বশাট বি. বঞ্চনা বা প্রতারণার জন্য ছদ্মবেশ।
লম্বশাট-পটাবৃত বিণ. জমকালো পোশাক পরিহিত।
Leave a Reply