লবণ [ labaṇa ] বি. 1 ক্ষাররসযুক্ত রাসায়নিক পদার্থবিশেষ; 2 খাদ্যে স্বাদবৃদ্ধিকারক নোনা স্বাদের চূর্ণবিশেষ।
☐ বিণ. 1 ক্ষারযুক্ত; 2 লোনা (লবণজল)।
[সং. √ লু + অন]।
লবণপোড়া বিণ. অত্যধিক লবণ মিশানো হয়েছে এমন।
লবণাক্ত বিণ. লবণমিশ্রিত; নোনা।
লবণাম্বুধি বি. লবণসমুদ্র, নোনাজলযুক্ত সমুদ্র।
লবণাম্বুরাশি বি. 1 লবণাক্ত জলরাশি; 2 সমুদ্র।
Leave a Reply