লতা [ latā ] বি.
1 যে-উদ্ভিদ অবলম্বনের জন্য অন্য কিছুকে জড়িয়ে বাড়ে, ব্রততী, বল্লরি;
2 (আল.) লতার প্রকৃতিযুক্ত বস্তু (দেহলতা, অসিলতা, আশালতা)।
☐ ক্রি. (বাং.) লতিয়ে ওঠা, লতানো।
[সং. √ লত + অ + আ]।
লতাকুঞ্জ বি. লতায় ঘেরা বাগান।
লতাগৃহ বি. লতামণ্ডিত নিকুঞ্জ বা ঘর।
লতানে, লতানিয়া বিণ.
1 লতার তুল্য;
2 লতার মতো প্রসারিত বা প্রসরণশীল।
লতানো ক্রি. বি. লতার মতো প্রসারিত হওয়া (লতিয়ে উঠেছে)।
☐বিণ. উক্ত অর্থে।
লতাপাতা বি. গাছের লতা ও পাতা; গাছ ও গাছের পাতা।
লতাপাশ বি. লতা দিয়ে তৈরি জাল।
লতাবিতান বি. লতাগৃহ, লতাকুঞ্জ।
লতামণ্ডপ বি. লতাপল্লব দিয়ে রচিত মণ্ডপ, লতাগৃহ।
লতায়িত বিণ. লতার মতো প্রসারিত।
Leave a Reply