লড়া1 [ laḍ়ā1 ] বি. ক্রি. (গ্রা.) নড়া।
☐ বিণ. উক্ত অর্থে (লড়া মাছ)।
[সং. √ লড্ + বাং. আ]।
লড়া2 [ laḍ়ā2 ] ক্রি. বি.
1 ষুদ্ধ করা বা পরস্পর শক্তিপরীক্ষা করা (কার সঙ্গে লড়ব, লড়ে যাও)।
[হি. √ লড়তু. সং. লড্]।
লড়াই বি. যুদ্ধ; পরস্পর শক্তিপরীক্ষা।
লড়াকু বিণ. যুদ্ধের বা প্রতিযোগিতায় বা বিবাদে উত্সাহী এবং সহজে পিছিয়ে যায় না এমন (লড়াকু মেজাজ)।
লড়ানো ক্রি. বি. লড়াই করানো, লড়াই লাগিয়ে বা নামিয়ে দেওয়া।
☐ বিণ. উক্ত অর্থে।
লড়ায়ে, লড়াইয়েবিণ. 1 লড়াইকারী, জঙ্গি; 2 যুদ্ধপ্রিয়।
লড়ালড়ি বি. পরস্পর লড়াই; দৌড়াদৌড়ি।
লড়িয়ে বিণ. লড়াইপ্রিয় বা লড়াইয়ে পটু।
Leave a Reply