লটপট [ laṭa-paṭa ] বি. লুটোপুটি খাওয়ার বা লুটানোর এবং দুলবার ভাব (‘লটপট করে বাঘছাল’: রবীন্দ্র)।
☐ বিণ. শিথিলভাবে দোদুল্যমান (‘লটপট তার বেশ’: চণ্ডী)।
লটপটে বিণ. লটপট করছে অর্থাত্ দুলেছে এবং লুটাচ্ছে এমন।
লটা-পটা বিণ. (কাব্যে) লটপট করছে এমন (‘লটাপট জটাজূট’: ভা. চ.)
Leave a Reply