লঘুতা, লঘুত্ব বি. লঘু [ laghu ] বিণ.
1 হালকা, অল্প ওজনবিশিষ্ট (আমাদের চোখে আছে লঘু পালকের ছায়া শ. ঘো.)
2 অল্প, পরিমিত, সহজপাচ্য (লঘুভোজন);
3 সামান্য (লঘু পাপ);
4 ক্ষুদ্র খর্ব (লঘুকায়);
5 অগম্ভীর (লঘু সুরের গান);
5 চিন্তাশক্তিহীন (লঘুমস্তিষ্ক, লঘুপ্রকৃতি);
7 মৃদু অথচ ক্ষিপ্র (লঘু বাতাস, লঘু পদক্ষেপ);
8. সহজবোধ্য (লঘুপাঠ);
9 নীচ, হেয় (লঘুজ্ঞান, লঘুজাতি);
10 অসার;
11 তরল
12 সূক্ষ্ম;
13 (ব্যাক.) হ্রস্বমাত্রাযুক্ত (লঘুধ্বনি, লঘুস্বর)।
[সং. √ লন্ঘ্ + উ]।
Leave a Reply