লগ্ন1 [ lagna1 ] বিণ.
1 সংযুক্ত, সংসক্ত (কণ্ঠলগ্ন);
2 আসক্ত।
[সং. √ লগ্ + ত]।
স্ত্রী. লগ্না।
লগ্ন২ [ lagna ] বিণ. (জ্যোতিষ)
1 রাশির উদয়কাল;
2 সূর্যের রাশিসংক্রমণের মুহুর্ত;
3 উপযুক্ত বা শুভ সময় (বিয়ের লগ্ন)।
[সং. √ লগ্ + ত]।
লগ্নপত্র বি. যে লিপিতে বিবাহের লগ্ন জ্যোতিষ-বিচারের দ্বারা স্হির করা হয়েছে।
লগ্নভ্রষ্ট বিণ.
1 লগ্নকালের মধ্যে কার্যারম্ভ করতে পারেনি এমন;
2 (সচ. বিবাহের) উপযুক্ত বা শুভ সময় হারিয়েছে এমন।
স্ত্রী. লগ্নভ্রষ্টা (লগ্নভ্রষ্টা মেয়ে)।
লগ্নাচার্য বি. দৈবজ্ঞ, জ্যোতিষী।
Leave a Reply