লক্ষ্য [ lakṣya ] বিণ.
1 দর্শনযোগ্য, দেখার বা লক্ষ করার যোগ্য;
2 জ্ঞেয়;
3 অনুমেয়;
4 লক্ষণাশক্তির দ্বারা বোধ্য (লক্ষ্য অর্থ, লক্ষ্যার্থ);
5 অভিপ্রেত, উদ্দিষ্ট (লক্ষ্যবস্তু)।
☐ বি.
1 অভিপ্রেত বা কাম্য বস্তু (চরম লক্ষ্য, জীবনের লক্ষ্য);
2 মনোযোগের বিষয়;
3 নজর, দৃষ্টি, উদ্দেশ্য (তাকে লক্ষ্য করে বলা, শিকারি হরিণকে লক্ষ্য করে এগোচ্ছে);
4 তাক, নিশানা (সকলের বিদ্রুপের লক্ষ্য)।
[সং. √ লক্ষ্ + য]।
লক্ষ্যচ্যুত, লক্ষ্যভ্রষ্ট বিণ.
1 নিশানা ভেদ করতে পারেনি এমন;
2 উদ্দেশ্য বা লক্ষ্য সফল করতে পারেনি এমন।
লক্ষ্যবেধ, লক্ষ্যভেদ বি. নিশানা বা লক্ষ্যবস্তু বিদ্ধ করা।
লক্ষ্যহীন বিণ. উদ্দেশ্যহীন।
Leave a Reply