লক্ষণ [ lakṣaṇa ] বি.
1 চিহ্ন (সধবার লক্ষণ)
2 পরিচয় (কালের লক্ষণ, যুগের লক্ষণ)
3 নিদর্শন (বুদ্ধির লক্ষণ, সাধুতার লক্ষণ)
4 আভাস (ঝড়ের লক্ষণ, বিপদের লক্ষণ)।
[সং. √ লক্ষ্ + অন]।
লক্ষণগীত বি. যে গানের মধ্য দিয়ে রাগের চরিত্র লক্ষণ ইত্যাদি প্রকাশ করা হয়।
Leave a Reply