রূঢ় [ rūḍh় ] বিণ.
1 উত্পন্ন, জাত;
2 বিখ্যাত; 3 ব্যুত্পত্তিবহির্ভূত প্রসিদ্ধ অর্থপ্রকাশক (রূঢ় শব্দ);
4 (বাং.) কর্কশ, রুক্ষ (রূঢ় বাক্য);
5 কঠোর, অপ্রিয় (রূঢ় সত্য)।
[সং. √ রুহ্ + ত]।
রূঢ়তা বি. (বাং.) কর্কশতা, কঠোরতা (দুঃখদৈন্যের রূঢ়তা); রুক্ষতা।
রূঢ়পদার্থ বি. (বিজ্ঞা.) অমিশ্র মূলপদার্থ।
রূঢ়মূল বিণ. বদ্ধমূল।
Leave a Reply