রুটি [ ruṭi ] বি.
1 আটা ময়দা ইত্যাদির পিণ্ড থেকে তৈরি পাতলা চাকতি যা আগুনে সেঁকে নিয়ে খেতে হয়, চাপাটি;
2 (আল.) জীবিকা (রুটি মারা)।
[সং. রোটিকা > হি. রোটী]।
রুটি গড়া ক্রি. বি. রুটি তৈরী করা।
রুটি বেলা ক্রি. বি. চাকি-বেলনা দিয়ে রুটির পিণ্ডকে পাতলা করা।
রুটি মারা (আল.) ক্রি. বি. জীবিকার্জনের পথ বন্ধ করা।
Leave a Reply