রীতি [ rīti ] বি.
1 প্রণালী, পদ্ধতি (চিকিত্সার রীতি);
2 প্রথা, ধারা, দস্তুর (সমাজের রীতি);
3 প্রকৃতি, স্বভাব, আচরণ (এ তোমার কেমন রীতি?);
4 রচনাপ্রণালী (গদ্যরীতি);
5 গতিক, ধরন।
[সং. √ রী + তি]।
রীতিনীতি বি.
1 আচার-ব্যবহার;
2 প্রথা;
3 মতবাদ।
রীতিবিরুদ্ধ বিণ. প্রথার সঙ্গে বিরোধ বা অমিল আছে এমন, প্রথাবিরুদ্ধ।
রীতিমতো ক্রি-বিণ. যথারীতি, রীতি অনুসারে (রীতিমতো খেয়েছে)।
☐ বিণ-বিণ. ভালোরকম, অতিশয় (রীতিমতো ক্লান্ত, রীতিমতো অভদ্র, রীতিমতো পাগল)।
রীতিসম্মত বিণ. রীতি অনুযায়ী, রীতি বা প্রথার সঙ্গে সংগতি আছে এমন।
রীতিসিদ্ধ বিণ. প্রথার সঙ্গে সংগতি আছে এমন।
Leave a Reply