রাহু [ rāhu ] বি. (জ্যোতিষ.)
1 অষ্টম গ্রহ, গ্রহণকালে যা সূর্য বা চন্দ্রকে গ্রাস করে (আধুনিক বিজ্ঞানে এটি গ্রহ বলে গণ্য নয়);
2 পৌরাণিক অসুরবিশেষের ছিন্ন মুণ্ড;
3 (আল.) শত্রু, সর্বনাশকারী বা ক্ষতিকারক ব্যক্তি (তুমিই আমার জীবনের রাহু)।
[সং. √ রহ্ + উ]।
রাহুগ্রস্ত বিণ.
1 রাহু কর্তৃক গ্রসিত;
2 (আল.) দুর্ভাগ্যগ্রস্ত;
3 অসত্ বা সর্বনাশা ব্যক্তির পাল্লায় পড়েছে এমন।
রাহুর দশা (জ্যোতিষ.) অতি কষ্টকর ও সংকটময় অবস্হা।
Leave a Reply