রায়১ [ rāẏa ] বি. আদালতের বা বিচারকের সিদ্ধান্ত ও নির্দেশ, বিচারের ফল।
[আ. রায়্]।
রায়২ [ rāẏa ] বি.
1 নৃপতি, রাজা
2 জমিদার ও সম্ভ্রান্ত ব্যক্তিদের খেতাববিশেষ।
☐ বিণ.
1 বৃহত্, বড়ো;
2 দীর্ঘ।
[সং. রাজন্]।
রায়জাদা বি. রায়ের ছেলে; রাজকুমার।
রায়বাঘিনি, রায়বাঘিনী বি.
1 বড়ো বাঘিনি;
2 (আল.) অতি উগ্রা বা তেজস্বিনী নারী।
রায়বার বি.
1 নৃপতির যশোবার্তা
2 রাজার কাছে দূত কর্তৃক নিবেদন।
রায়বাঁশ বি. বাঁশের বড়ো লাঠিবিশেষ।
রায়বেঁশে বি.
1 লাঠিয়াল;
2 রায়বাঁশ নিয়ে নাচ।
☐ বিণ. রায়বাঁশ সহযোগে কৃত (রায়বেঁশে নাচ)।
রায়বাহাদুর, রায়রায়ান, রায়সাহেব বি. (সচ. ধনীব্যক্তি বা জমিদারদের প্রদত্ত) সরকারি খেতাববিশেষ।
Leave a Reply