রাত্রি [ rātri ] বি. সূর্যাস্তের পর থেকে পরবর্তী সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন সময়, নিশা, যামিনী, রজনী।
[সং. রা + ত্রি]।
রাত্রিচর, রাত্রিঞ্চর বিণ. রাত্রিতে বিচরণকারী।
☐ বি. 1 রাক্ষস 2 চোর।
স্ত্রী. রাত্রিচরী, রাত্রিঞ্চরী।
রাত্রিজাগরণ বি. রাতে না ঘুমানো।
রাত্রিপুষ্প বি. নালফুল।
রাত্রিবাস বি.
1 রাত্রিযাপন, রাত কাটানো
2 রাতে অবস্হান;
3 রাতে যে-পোশাক পরে ঘুমানো হয়।
রাত্রিবেলা বি. রাত্রি।
☐ ক্রি-বিণ. রাত্রিতে, নিশাকালে, রাতের বেলা।
রাত্রিমণি বি. চাঁদ, নিশাকর।
রাত্র্যন্ধ বিণ. রাতকানা।
Leave a Reply