রাজ্য [ rājya ] বি.
1 রাজার অধিকারভুক্ত দেশ বা ভূখণ্ড;
2 রাজত্ব;
3 কেন্দ্রিয় সরকারের অধীনে কিন্তু স্বতন্ত্র শাসনব্যবস্হা-সমন্বিত প্রদেশ, state;
4 দেশ
5 (আল.) পৃথিবী (রাজ্যের দুঃখ, যত রাজ্যের লোক এসে জুটেছে)।
[সং.রাজন্ + য]।
রাজ্যচ্যুত, রাজ্যভ্রষ্ট, রাজ্যহারা বিণ. স্বীয় রাজ্য বা রাজপদ থেকে বঞ্চিত, রাজ্য হাতছাড়া হয়েছে এমন।
রাজ্যপাল বি. স্বতন্ত্র শাসনব্যবস্হা সমন্বিত প্রদেশের বা রাজ্যের শাসক, গভর্ণর।
রাজ্যভার বি. রাজ্যশাসনের দায়িত্ব।
রাজ্যভ্রষ্ট দ্র রাজ্যচ্যুত।
রাজ্যশাসন বি. রাষ্ট্র বা দেশ পরিচালনা।
রাজ্যসভা বি. দুইকক্ষবিশিষ্ট ভারতীয় সংসদের দ্বিতীয় কক্ষ।
রাজ্যসরকার বি. যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্হায় প্রদেশের শাসক।
রাজ্যসীমা বি. দেশের বা রাজ্যের অধিকারভুক্ত এলাকা।
রাজ্যরাজ্যেশ্বর বি. রাজ্যের অধিপতি, রাজা।
স্ত্রী. রাজ্যেশ্বরী।
Leave a Reply