রাজা1 [ rājā1 ] ক্রি. (কাব্যে) বিরাজ করা বা শোভা পাওয়া (‘তোমারে সঙ্গ রাজে’, ‘বিশ্বহৃদয়ে রাজ হে’: রবীন্দ্র)।
[সং. √ রাজ্ + বাং. আ]।
রাজা2 [ rājā2 ] বি.
1 দেশের অধিপতি বা শাসক, নৃপতি;
2 খেতাববিশেষ (রাজা ভূপেন্দ্রনারায়ণ);
3 (আল.) অতিশয় ধনবান ব্যক্তি (তিনি তো রাজা মানুষ);
4 দাবাখেলার ঘুঁটিবিশেষ।
[< সং. রাজন্]।
রাজাউজির বি. ধনী ও প্রতিপত্তিশালী ব্যক্তিগণ।
রাজা-উজির মারা ক্রি. বি. বড়ো বড়ো কথা বলা বা নিজের ক্ষমতা ও প্রতিপত্তি সম্বন্ধে বাহাদুরি প্রকাশ করা।
Leave a Reply