রাজ1 [ rāja1 ] বি. রাজমিস্ত্রি (সন্ধে অবধি রাজেরা কাজ করে)
[দেশি]।
রাজ2 [ rāja2 ] বি. রাজ্য (স্বরাজ)।
[> সং. রাজ্য]।
রাজ3 [ rāja3 ] (সমাসে উত্তরপদে রাজন্ -শব্দের রূপ)
1 রাজা (গ্রিকরাজ);
2 জাতি বা শ্রেণির মধ্যে শ্রেষ্ঠ (গজরাজ)।
[সং. রাজন্]।
রাজ4 [ rāja4 ] বি. বিণ. (সমাসে পূর্বপদে রাজন্ -শব্দের রূপ)
1 রাজা (রাজপদ, রাজকার্য);
2 শ্রেষ্ঠ জন;
3 সরকার, গভর্নমেন্ট (রাজনীতি);
4 প্রধান, মস্ত (রাজরোগ, রাজসাপ)।
[সং. রাজন্]।
রাজকন্যা বি. রাজার মেয়ে।
রাজকবি বি.
1 দেশের রাজা কর্তৃক নিযুক্ত ও সম্মানিত কবি;
2 দেশের শ্রেষ্ঠ কবি।
রাজকর বি. রাজাকে বা সরকারকে প্রদত্ত কর বা খাজনা, রাজস্ব।
রাজকর্ম (-র্মন্),রাজকার্য বি.
1 রাজ্যশাসন;
2 সরকারি কাজ;
3 রাজার কর্তব্যকর্ম।
রাজকর্মচারী (-রিন্) বি. রাজা বা সরকার কর্তৃক নিযুক্ত বা শাসনকার্যে নিযুক্ত কর্মচারী; পদস্হ সরকারি চাকুরে।
রাজকুমার বি. রাজার ছেলে, রাজপুত্র।
রাজকুমারী বি. (স্ত্রী.) রাজার মেয়ে, রাজকন্যা।
রাজকুল বি.
1 রাজার বংশ;
2 নৃপতিবর্গ, নৃপতিসমূহ।
রাজকোষ বি. রাজকীয় ধনভাণ্ডার, ট্রেজারি।
রাজচক্রবর্তী (-র্তিন্) বি. সার্বভৌম রাজা, সম্রাট।
রাজচ্ছত্র, (চলিত)রাজছত্র বি. (প্রধানত ভারতে) রাজার মাথার উপর প্রসারিত ছাতা।
রাজটিকা বি. রাজ্যাভিষেকের সময় রাজার ললাটে অঙ্কিত তিলক।
রাজতক্ত বি.
1 সিংহাসন;
2 রাজপদ।
রাজতন্ত্র বি.
1 নৃপতি কর্তৃক শাসনব্যবস্হা বা রাজার দ্বারা শাসিত রাষ্ট্র monarchy;
2 রাজ্যশাসননীতি।
রাজতরু বি. সোঁদালগাছ।
রাজতিলক বি. রাজটিকা।
রাজদণ্ড বি.
1 রাজপদের নিদর্শনস্বরূপ রাজা যে-দণ্ড হাতে বহন করেন;
2 রাজবিধি-অনুযায়ী শাস্তি;
3 (জ্যোতিষ.) ললাটদেশের ঊর্ধ্বরেখা।
রাজদত্ত বিণ. নৃপতি কর্তৃক প্রদত্ত, রাজা দিয়েছেন এমন।
রাজদন্ত বি. দুই পাটির সামনের চারটি দাঁত।
রাজদম্পতি,রাজদম্পতী বি. রাজা ও তাঁর পত্নী।
রাজদরবার বি. রাজসভা, রাজকার্য পরিচালনার জন্য রাজা যে-সভায় বসেন।
রাজদর্শন বি. রাজাকে দেখা; রাজার সঙ্গে সাক্ষাত্কার।
রাজদূত বি.
1 রাজা কর্তৃক প্রেরিত বা সরকারপ্রেরিত দূত বা সংবাদবাহক;
2 ভিন্ন রাষ্ট্রের সঙ্গে সংবাদ আদান প্রদানের জন্য বা পারস্পরিক সম্পর্ক-বিনিময়ের জন্য নিয়ুক্ত রাজপুরুষ, ambassador.
রাজদ্বার বি.
1 রাজার দরবার, রাজসভা;
2 রাজার আদালত।
রাজদ্রোহ,রাজদ্রোহিতা বি. প্রকাশ্যভাবে নৃপতির বা সরকারের (সচ. সশস্ত্র) বিরুদ্ধাচরণ।
রাজদ্রোহী (-হিন্) বিণ. বি. রাজদ্রোহকারী।
রাজধর্ম বি.
1 রাজার কর্তব্য;
2 রাজার পালনীয় কর্তব্য; দেশশাসন ও প্রজাপালন;
3 রাজার আচরিত ধর্ম।
রাজধানী বি. রাজ্যশাসনের প্রধান কেন্দ্রস্হল বা প্রধান নগর; রাজ্যের যে-নগরে রাজা বাস করেন বা উচ্চতম সরকারি দফতর থাকে।
রাজনটী বি. রাজার আশ্রিত ও রাজার দ্বারা সম্মানিত নর্তকী।
রাজনন্দন বি. রাজপুত্র।
রাজনন্দিনী বি. রাজার মেয়ে, রাজকন্যা।
রাজনামা বি. রাজাদের নামের তালিকা বা বংশপরিচয়; রাজাদের বংশের ইতিহাস।
রাজপট্ট বি.
1 রাজাসন, রাজপাট;
2 রাজপদ;
3 রাজদত্ত সনদ;
4 কালোরঙের রত্নবিশেষ।
রাজপাট বি. রাজাসন, সিংহাসন।
রাজপুত্র বি. রাজার ছেলে।
রাজপুত্রী বি. রাজার মেয়ে।
রাজপুরী বি. রাজার বা শাসকের বাসভবন; রাজধানী।
রাজপুরুষ বি.
1 রাজকর্মচারী;
2 (প্রধানত উচ্চপদস্হ) সরকারি কর্মচারী।
রাজপ্রাসাদ বি. রাজার বাসভবন।
রাজবংশ বি. রাজার বংশ, রাজা যে বংশে জন্মেছেন।
রাজবংশীয় বিণ.
1 রাজবংশসংক্রান্ত
2 রাজবংশে জাত (রাজবংশীয় পুরুষ)।
স্ত্রী.রাজবংশীয়া।
রাজবন্দি বি.
1 রাজার আদেশে কারারুদ্ধ ব্যক্তি;
2 রাজনৈতিক বন্দি।
রাজবাড়ি,রাজবাটি বি. রাজার বাসভবন, রাজপ্রসাদ।
রাজবালা বি. রাজকন্যা।
রাজবিধি বি. রাজার বা সরকারের আইন।
রাজবিপ্লব বি. রাজ্যশাসনের প্রচলিত ও গতানুগতিক নিয়মের আমূল ও সর্বাত্মক পরিবর্তন।
রাজবৃক্ষ বি. কর্ণিকার, সোঁদাল গাছ।
রাজবেশ বি. রাজার বা রাজ্যের উপযুক্ত পোশাক।
রাজভক্ত বিণ. রাজার প্রতি অনুরক্ত, রাজার অনুগত।
রাজভক্তি বি. রাজার প্রতি অনুরাগ বা আনুগত্য।
রাজভবন বি.
1 রাজপ্রাসাদ;
2 রাজ্যের সর্বোচ্চ সরকারি পদাধিকারীর বাসভবন;
3 রাজ্যপালের বাসভবন। ̃ভয় বি. নৃপতি বা সরকার কর্তৃক দণ্ডিত হবার ভয়।
রাজভৃত্য বি.
1 রাজার চাকর;
2 রাজকর্মচারী।
রাজভোগ বি.
1 রাজার যোগ্য খাদ্য বা ভোগ্য সামগ্রী
2 (বাং.) বৃহদাকার রসগোল্লার মতো মিঠাইবিশেষ।
রাজভোগ্য বিণ. নৃপতি কর্তৃক উপভোগের যোগ্য।
স্ত্রী. রাজভোগ্যা।
রাজমহিষী বি. নৃপতির প্রধান রানি যিনি রাজসম্মানের অংশভাগিনী পাটরানি।
রাজমান্য বি. প্রজাদের কাছ থেকে ভূস্বামীর প্রাপ্য উপঢৌকনাদি।
রাজমুকুট বি.
1 রাজার পদমর্যাদাসূচক শিরোভূষণ;
2 (আল.) সর্বাপেক্ষা গৌরবজনক পদ।
রাজরাজ বি.
1 রাজার রাজা, সম্রাট;
2 কুবের।
̃রাজড়া বি. বিভিন্ন নৃপতি ও তত্সদৃশ মান্য ব্যক্তি।
রাজরাজেশ্বর বি. রাজার রাজা, সম্রাট।
রাজরাজেশ্বরী বি. (স্ত্রী.)
1 সম্রাজ্ঞী;
2 দশমহাবিদ্যার অন্যতমা;
3 শিবজায়া ভগবতী।
রাজরানি, (বর্জি.)রাজরানী, (বর্জি.)রাজরাণী বি. রাজমহিষী পাটরানি।
রাজলক্ষ্মী বি. রাজ্যের অধিষ্ঠাত্রী ও মঙ্গলকারিণী দেবী, রাজশ্রী।
রাজশক্তি বি. নৃপতি বা সরকারের শাসনশক্তি বা সৈন্যবল।
রাজশয্যাবি. রাজার বিছানা রাজার উপযুক্ত বিছানা।
রাজশেখর বি. রাজচক্রবর্তী সম্রাট।
রাজশ্রী বি. রাজলক্ষ্মী -র অনুরূপ।
রাজসদন বি. রাজপ্রাসাদ।
রাজসভা বি. রাজার দরবার।
রাজসভাসদ বি. মন্ত্রণাদি দানের জন্য যে ব্যক্তি রাজার দ্বারা নিযুক্ত হয়ে রাজসভায় বসে।
রাজসরকার বি. রাজার শাসন বা শাসনযন্ত্র, গভর্নমেন্ট।
রাজসাক্ষী বি. যে ফৌজদারি আসামি সরকার-পক্ষের হয়ে স্বীয় দলের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, approver.
রাজসিংহাসন বি.
1 রাজা রাজসভায় যে রাজাসনে বসেন;
2 রাজপদ।
রাজসেবা বি. রাজার সেবা বা পরিচর্যা; সরকারি বা রাজকীয় চাকরি।
রাজহস্তী(-স্তিন্) বি.
1 যে-হাতি রাজাকে বহন করে;
2 শ্রেষ্ঠ হাতি।
Leave a Reply