রস [ rasa ] বি.
1 স্বাদ;
2 রসনার দ্বারা খাদ্যদ্রব্য স্পর্শ করার ফলে লব্ধ ছয়প্রকার অনুভূতি যথা কটু তিক্ত কষায় লবণ অম্ল ও মধুর;
3 এ-থেকে ‘ছয়’ এই সংখ্যার সংকেত (‘নিশাপতি রস ঋতু আর দ্বিজরাজ’)
4 দ্রব, কঠিন পদার্থের গলিত বা জলমিশ্রিত অবস্হা (চিনির রস);
5 নির্যাস (ফলের রস);
6 নিঃস্রাব (খেজুরের রস, ঘায়ের রস);
7 তরল সারভাগ (অন্নরস);
8 শ্লেষ্মা (রসাধিক্য);
9 শুক্র বীর্য;
10 প্রবল অনুরাগ বা আসক্তি (‘রসভারে দুঁহু থরথর কাঁপই’: চণ্ডী);
11 হৃদয়বোধ;
12 দেহগত ধাতুবিশেষ (রস নামা);
13 (অল.) শৃঙ্গার বা আদি বীর করুণ রৌদ্র অদ্ভুত ভয়ানক হাস্য বীভত্স ও শান্ত-সাহিত্যের এই নয় প্রকার বর্ণনাবৈশিষ্ট্য;
14 বৈষ্ণব সাধন ও সাহিত্যের পাঁচপ্রকার বৈশিষ্ট্য যথা, শান্ত দাস্য সখ্য বাত্সল্য মধুর বা উজ্জ্বল
15 তাত্পর্য, গূঢ় মর্ম (কাব্যরস);
16 তেজ, অহংকার (খুব রস হয়েছে দেখছি);
16 রঙ্গ, কৌতুক, রসিকতা (রসের কারবারি, রসের কথা আর ভালো লাগে না);
17 হর্ষ, উল্লাস (রসে মাতা);
18 ভোগসুখ, আনন্দ (ও-রসে বঞ্চিত, লেখাপড়ায় রস পায় না);
20 সম্বল, পুঁজি, অর্থবল (তার রস এবারে ফুরিয়ে এসেছে);
21 আকর্ষণ (গল্পের রস, বর্ণনার রস)
22 মজা, লাভ (চাকরিতে আর রস নেই);
23 (আয়ু.) পারদ (রসকর্পূর, রসসিন্দুর)।
[সং. √রস্ + অ]।
রসকরা বি. চিনির রসে পাক-করা নারকেলের নাড়ুবিশেষ।
রসকর্পূর বি. পারদঘটিত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ।
রসকলি বি. বৈষ্ণবদের ললাটে অঙ্কিত পুষ্পকলির মতো তিলক।
রসকষ বি. মাধুর্য ও কোমলতা; সামান্যমাত্র রস (তার কথাবার্তায় রসকষ একেবারেই নেই)।
রসগর্ভ বিণ. সরস রসপূর্ণ (রসগর্ভ রচনা, রসগর্ভ বাক্য)।
রসগোল্লা বি. চিনির রসে পাক করা ছানার গোল্লাবিশেষ।
রসগ্রাহী (-হিন্) বিণ. রসিক, সমঝদার (রসগ্রাহী পাঠক)।
রসঘন বিণ. প্রগাঢ় রসযুক্ত।
রসঘ্ন বিণ. দেহস্হ রসের আধিক্যনাশক।
☐ বি. সোহাগা।
রসজ্ঞ বিণ. মর্মগ্রাহী, সমঝদার, রসিক (রসজ্ঞ সমালোচক)।
স্ত্রী. রসজ্ঞা।
বি. রসজ্ঞতা।
রসজ্ঞান বি. রসবোধ, রস উপলব্ধি, রস বা মর্ম উপলব্ধি করার বা উপভোগ করার শক্তি।
রসবড়া বি. গুড় বা চিনির রসে পাক-করা ডালবড়া।
রসবড়ি বি. বিষবড়ি, পারদঘটিত কবিরাজি ওষুধবিশেষ।
রসবতী বিণ. (স্ত্রী.) সুরসিকা।
☐ বি. 1 সুন্দরী ও রসিকা যুবতী; 2 রান্নাঘর।
রসবন্ত বিণ. 1 রসিক; 2 রসাল, রসযুক্ত।
রসবাত বি. দেহে রসাধিক্যঘটিত বাতরোগ।
রসবৃদ্ধি, রসাধিক্য বি. দেহস্হ রসের আধিক্য বা প্রাবল্য; শ্লেষ্মাবৃদ্ধি।
রসবেত্তা (-ত্তৃ) বিণ. রসজ্ঞ, মর্মভেহী, রসিক।
রসবোধ বি. রসজ্ঞান -এর অনুরূপ।
রসভঙ্গ বি. সরস প্রসঙ্গে অথবা রস-উপভোগে অপ্রত্যাশিত বাধা।
রসময় বিণ. 1 রসপূর্ণ; 2 রসিক।
স্ত্রী. রসময়ী।
রসমুণ্ডি বি. ছোটো ছোটো রসগোল্লার মতো মিঠাইবিশেষ।
রসরঙ্গ বি. সরস আমোদ-প্রমোদ বা হাসিঠাট্টা।
রসরচনা বি. রসিকতাপূর্ণ বা হাস্যরসাত্মক রচনা।
রসরাজ বি.
1 রসিকশ্রেষ্ঠ;
2 শ্রীকৃষ্ণ;
3 রসাঞ্জন;
4 পারদ।
রসশালা বি. রাসায়নিক গবেষণাগার বা কার্ষালয়।
রসসাহিত্য বি. যে-সাহিত্য বিশুদ্ধ আনন্দরূপকে ব্যক্ত করে যে-রচনা নির্মল আমোদ উদ্রেক করে।
রসসিন্দূর বি. গন্ধক ও পারদ একত্রে ভস্মীভূত করলে সিঁদুরের মতো যে পদার্থ পাওয়া যায়, হিঙ্গুল।
রসস্হ বিণ. (দেহে) রসের আধিক্য হয়েছে এমন, শ্লেষ্মাপীড়িত।
রসহীন বিণ.
1 নীরস, শুষ্ক
2 আকর্ষণহীন।
রসাঞ্জন বি. সুর্মা; গন্ধক ও ন্টিমনি মিশ্রিত খনিজ পদার্থ।
রসাত্মক বিণ. রসগর্ভ, রসপূর্ণ (রসাত্মক বাক্য)।
রসাধিক্য বি. দেহে শ্লেষ্মার বৃদ্ধি।
রসাবেশ বি. প্রবল অনুরাগ বা আবেগের সঞ্চার।
রসাভাস বি.
1 (অল.) পরিবেশের বা বিষয়বস্তুর বিরুদ্ধ রস বা বর্ণনা;
2 অনুচিত বর্ণনা বা রস।
রসালাপ বি. সরস বা কৌতুকজনক কথাবার্তা।
রসাস্বাদন, রসাস্বাদ বি. রসের স্বাদ গ্রহণ করা মর্ম উপলব্ধি করা।
রসেন্দ্র বি. পারদ।
রসোত্তীর্ণ বিণ. রস পরিবেশনে সফল বা সার্থক চিত্তাকর্ষক, মনোগ্রাহী।
রসোদগার বি. (বৈ. সা.) মিলনে পূর্ণতৃপ্তি বোধ না হওয়ায় পুনরায় মিলনের বাসনায় পূর্বে আস্বাদিত সকল রসের স্মৃতিচারণা।
Leave a Reply