রণ [ raṇa ] বি.
1 যুদ্ধ, সংগ্রাম, সমর (রণস্হল);
2 শব্দ, রব।
[সং. √ রণ্ + অ]।
রণকুশল বিণ. যুদ্ধবিদ্যায় দক্ষ বা পটু।
রণকৌশল বি. যুদ্ধের কৌশল যুদ্ধবিদ্যা।
রণক্ষেত্র বি. যেখানে লড়াই চলছে, যুদ্ধক্ষেত্র।
রণচণ্ডী দ্র চণ্ডী।
রণজয়ী, রণজিত্ বিণ. যুদ্ধে জয়লাভ করছে বা করে এমন।
রণতরঙ্গ বি. যুদ্ধরূপ ঢেউ।
রণতরি, রণতরী, রণপোত বি. যুদ্ধজাহাজ, যে জাহাজে বা পোতে চড়ে যুদ্ধ করা হয়।
রণতূর্য বি. যুদ্ধ ঘোষণা করার জন্য বা যুদ্ধযাত্রার সময় যে শিঙা বাজানো হত, রণশিঙা।
রণপণ্ডিত বিণ. রণকুশল।
রণবেশ বি. যুদ্ধের উপযোগী পোশাক, সৈনিকের পোশাক।
রণভেরি বি. যুদ্ধের দামামা।
রণমত্ত বিণ. যুদ্ধ করার জন্য বা যুদ্ধ করতে করতে মেতে উঠেছে এমন।
রণযাত্রা বি. যুদ্ধের জন্য যাওয়া, অভিযান।
রণরঙ্গিণী বিণ. (স্ত্রী.) 1 রণমত্তা; 2 উগ্রমূর্তি (রণরঙ্গিণী মূর্তি)।
রণসজ্জা, রণসাজ বি. যুদ্ধের বেশ।
রণস্হল, রণাঙ্গন বি. যুদ্ধক্ষেত্র।
রণে ভঙ্গ দেওয়া ক্রি. বি.
1 যুদ্ধে বিরত হওয়া বা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া;
2 (আল.) প্রতিযোগিতা বিতর্ক ইত্যাদি থেকে মাঝপথে বিরত হওয়া।
রণোন্মত্ত — রণমত্ত -র অনুরূপ।
রণোন্মাদনা বি. যুদ্ধ করবার জন্য অতিশয় ব্যগ্রতা।
Leave a Reply