রক্ত [ rakta ] বি. মানুষ বা মেরুদণ্ডী প্রাণীর শরীরে সংবাহিত লাল রঙের তরল পদার্থ যা শরীরের কলায় অক্সিজেন সরবরাহের এবং কলা থেকে নিষ্কাশিত কার্বনডাই অক্সাইড বহনের কাজ করে অমেরুদণ্ডী প্রাণীর দেহাভ্যন্তরস্হ অনুরূপ তরল পদার্থ যার রং কিন্তু লাল নাও হতে পারে, শোণিত, রুধির।
☐ বিণ.
1 শোণিতবত্ লাল রঙের (রক্তজবা);
2 রঞ্জিত
3 ক্রোধে লাল হয়েছে এমন (রক্তআঁখি);
4 আসক্ত, অনুরক্ত।
[সং. √ রঞ্জ্ + ত]।
রক্তআঁখি বি. রাগে লাল হওয়া চোখ; রোষদৃষ্টি।
রক্ত ওঠা ক্রি. বি. রক্তবমি হওয়া, বমির সঙ্গে রক্ত বার হওয়া।
রক্তক বি. 1 রক্ত 2 লাল কাপড়।
রক্তকমল বি. লালপদ্ম, কোকনদ।
রক্তকরবী বি. লাল রঙের করবীফুল।
রক্তক্ষয়ী (-য়িন্) বিণ. বহু লোকের রক্ত ঝরায় বা প্রাণহানি ঘটায় এমন (রক্তক্ষয়ী যুদ্ধ)।
রক্তগঙ্গা বি. (আল.) প্রচুর রক্তপাত, রক্তারক্তি কাণ্ড খুনোখুনি।
রক্ত গরম হওয়া ক্রি. বি. অত্যন্ত ক্রদ্ধ বা উত্তেজিত হওয়া।
রক্তচক্ষু — রক্তআঁখি -র অনুরূপ।
রক্তচন্দন বি. লাল রঙের চন্দনকাঠ।
রক্তজবা বি. লাল রঙের জবাফুল।
রক্তজিহ্ব বিণ. যার জিভ লাল (রক্তজিহ্ব রাক্ষস)।
☐ বি. সিংহ।
রক্ত ঝরা, রক্ত পড়া ক্রি. বি. দেহ থেকে রক্ত বার হওয়া।
রক্তদোষ, দুষ্টি বি. রক্ত দূষিত হওয়া।
রক্তনিশান বি. লাল পতাকা।
রক্তনেত্র–রক্তআঁখি -র অনুরূপ।
রক্তপাত বি.
1 শরীরের কোনো অংশে কেটে যাওযায় রক্ত বেরোনো
2 আঘাতের ফলে করেও শরীর থেকে রক্ত বার হওয়া (বিনা রক্তপাতে বিপ্লব)।
রক্তপ, রক্তপায়ী (-য়িন্) বিণ. রক্তপানকারী।
রক্তপিণ্ড বি. জমাট রক্তের ডেলা।
রক্তপিত্ত বি. পিত্তবিকারের ফলে দুষিত রক্তের আধিক্য।
রক্তপিপাসা বি. 1 শত্রুর রক্ত পান করার নিষ্ঠুর ইচ্ছা; 2 শত্রুর রক্তপাত ঘটানোর ইচ্ছা।
রক্তপিপাসু বিণ. শত্রুর রক্ত পান করতে বা শত্রুর রক্তপাত ঘটাতে ইচ্ছুক।
রক্তপ্রদর বি. স্ত্রীলোকের রক্তস্রাবযুক্ত প্রদররোগবিশেষ।
রক্তপ্রবাল বি. লাল রঙের প্রবাল।
রক্তবমন, রক্তবমি বি. বমির সঙ্গে উদ্গিরণ।
রক্তবর্ণ বি. রক্তের মতো লাল রং।
☐ বিণ. ঘোর লাল রঙের।
রক্তবাহী (-হিন্) বিণ. যার ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় (রক্তবাহী শিরা)।
রক্তবীজ বি.
1 পৌরাণিক অসুরবিশেষ যার প্রতিটি রক্তের ফোঁটা থেকে নতুন অসুরের জন্ম হত;
2 ডালিমবিশেষ।
রক্তবীজের বংশ বা ঝাড় (আল.) যে বংশের বা দলের লোকদের কোনোভাবেই বিনাশ করা যায় না।
রক্ত-মাংসের শরীর (আল.) দেহের ও মনের স্বাভাবিক দুর্বলতাযুক্ত মানুষের স্হূল শরীর।
রক্তমোক্ষণ বি. দেহের রক্ত নিষ্কাশিত করা।
রক্তরাগ বি. রক্তের মতো লাল আভা বা রং।
রক্তশোষণ বি.
1 রক্ত চুষে পান করা
2 (আল.) সর্বস্ব আত্মসাত্ করা।
রক্তস্রোত বি. রক্তের প্রবাহ।
রক্তহীন বিণ. (শরীরে) রক্ত নেই এমন।
বি. রক্তহীনতা।
রক্তাক্ত বিণ.
1 রক্তে-মাখা (রক্তাক্ত শরীর);
2 ভয়ানক, রক্তপাতযুক্ত (রক্তাক্ত সংগ্রাম)।
রক্তাক্তিসার বি. রক্তস্রাবযুক্ত উদরাময় রোগবিশেষ।
রক্তাধিক্য বি. দেহে রক্তের পরিমাণ বেড়ে যাওয়া।
রক্তাভ বিণ. রক্তের মতো লাল আভাযুক্ত।
রক্তাম্বর বি. লালরঙের কাপড় বা বস্ত্র।
☐ বিণ. লাল বস্ত্র পরেছে এমন।
রক্তা-রক্তি বি. পরস্পরের রক্তপাত প্রচুর রক্তপাত।
রক্তাল্পতা বি. শরীরে রক্তের পরিমান হ্রাস, anaemia.
রক্তিম বিণ. রক্তের আভাযুক্ত, লাল আভাযুক্ত (রক্তিম মেঘ)।
রক্তিমা (-মন্) বি. রক্তবর্ণ অবস্হা লাল আভা।
রক্তিল বিণ. রক্তযুক্ত রক্তিম (রক্তিল বিন্যাস জী.দা.)।
রক্তের অক্ষরে লেখা (আল.) বহু প্রাণহানির বা রক্তপাতের কাহিনি-সংবলিত ওইরকম ইতিহাস বা তা রচনা করা।
রক্তের টান রক্তের সম্পর্ক থাকার জন্য পরস্পরের প্রতি আকর্ষণ বা মায়া।
রক্তোতপল, রক্তোত্পল, রক্তোৎপল বি. লালপদ্ম।
রক্তোপল বি. গিরিমাটি।
Leave a Reply