রক১ [ raka ] বি. রূপকথায় বর্ণিত বড়ো কাল্পনিক পাখিবিশেষ।
[আ. রক]।
রক২ [ raka ] রোয়াক-এর কথ্যরূপ।
রকবাজ বিণ. রোয়াকে বসিয়া (সচ. বাজে ও নোংরা) আড্ডা দিয়া বৃথা সময় কাটাইতে অভ্যস্ত।
রকবাজি বি. রোয়াকে বসিয়া (সচ. বাজে ও নোংরা) আড্ডা বা আড্ডা দেওয়ার অভ্যাস।
Leave a Reply