ভ্রু, ভ্রূ [ bhru, bhrū ] বি. দুই চোখের উপর কিছুটা বাঁকা লোমের গুচ্ছ, ভুরু।
[সং √ ভ্রম্ + উ + ঊ]।
ভ্রুকুঞ্চন, ভ্রুকুটি, ভ্রুভঙ্গ, ভ্রুভঙ্গি বি. ভুরু কোঁচকানো বা বাঁকানো, বিরক্তি, বিস্ময় অবিশ্বাস প্রভৃতি বোঝাতে দুই ভুরু কোঁচকানো।
ভ্রুক্ষেপ বি.
1 দৃষ্টিপাত;
2 (আল.) গুরুত্ব দেওয়া, গ্রাহ্য করা (কথাটা শুনেও কোনো ভ্রুক্ষেপই করল না)।
ভ্রুবিলাস, ভ্রুবিভ্রম বি মনোরম ভ্রুভঙ্গি।
ভ্রুমধ্য বি দুই ভ্রুর মাঝের জায়গা।
ভ্রুলতা বি. লতার মতো সুন্দর দুটি ভ্রু।
ভ্রুসংকেত বি. ভ্রু কুঁচকে ইশারা।
Leave a Reply