ভ্রান্তি [ bhrānti ] বি.
1 ভ্রম, ভুল (ভ্রান্তি সংশোধন);
2 ভুল ধারণা, মিথ্যা ধারণা (ভ্রান্তি অপনোদন);
3 বিস্মৃতি, বিস্মরণ।
[সং √ ভ্রম্ + তি]।
ভ্রান্তিজনক, ভ্রান্তিপ্রদ বিণ. ভ্রান্তি সৃষ্টি করে এমন।
ভ্রান্তিবশত বিণ. ভুলের জন্য, ভ্রমহেতু (তিনি ভ্রান্তিবশত কথাটা বলে ফেলেছেন)।
ভ্রান্তিমান (-মত্) বিণ. ভ্রমযুক্ত, ভ্রান্তিযুক্ত।
☐ বি. কাব্যের অর্থালংকারবিশেষ।
ভ্রান্তিমূলক বিণ. ভ্রমাত্মক, ভুল (ভ্রান্তিমূলক তত্ত্ব)।
Leave a Reply