ভ্রাতৃ [ bhrātṛ ] বি. (সমাসের পূর্বপদে) ভাই।
[সং √ ভ্রাজ্ + তৃ]।
ভ্রাতৃকন্যা বি. (স্ত্রী.) ভ্রাতুষ্পুত্রী, ভাইঝি।
ভ্রাতৃজায়া, ভ্রাতৃবধূ বি. (স্ত্রী.) ভাইয়ের স্ত্রী।
ভ্রাতৃত্ব বি. ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃভাব (ভ্রাতৃত্বের বন্ধন)।
ভ্রাতৃদ্বিতীয়া বি. কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইয়ের কল্যাণকামনায় তার কপালে চন্দনাদির চিহ্ন এঁকে দেবার হিন্দু অনুষ্ঠানবিশেষ ভাইফোঁটা।
ভ্রাতৃপ্রতিম বিণ ভাইয়ের কল্যাণকামনায় তার কপালে চন্দনাদির চিহ্ন এঁকে দেবার হিন্দু অনুষ্ঠানবিশেষ, ভাইফোঁটা।
ভ্রাতৃপ্রতিম বিণ. ভাইয়ের সমান বা ভাইয়ের মতো।
ভ্রাতৃপ্রেম, ভ্রাতৃস্নেহ বি ভাইকে ভালোবাসা ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা।
ভ্রাতৃব্য বি. ভাইপো।
স্ত্রী. ভ্রাতৃব্যা ভাইঝি।
ভ্রাতৃভাব বি. ভাই-ভাই ভাব, ভাই বলে মনে করা।
ভ্রাতৃস্হানীয় বিণ. ভাই বলে গণনীয়; ভাইয়ের মতো প্রীতির সম্বন্ধযুক্ত।
Leave a Reply