ভ্রম [ bhrama ] বি.
1 ভুল, ভ্রান্তি (ভ্রমভঙ্গ, ভ্রমাত্মক);
2 ভুল ধারণা, মিথ্যাজ্ঞান (ভ্রমক্রমে);
3 ধাঁধা;
4 বিস্মৃতি;
5 আবর্ত, ঘূর্ণি।
[সং. √ ভ্রম্ + অ]।
ভ্রমক্রমে, ভ্রমবশত ক্রি-বিণ. ভুল করে, ভুল ধারণার বশবর্তী হয়ে (ভ্রমক্রমে কাগজ তাকে দিয়েছি)।
ভ্রমনিরসন বিণ. ভুল সংশোধন।
ভ্রমপ্রমাদ বি ভুলত্রুটি।
ভ্রমসংকুল বিণ ভুলে ভরা।
ভ্রমসংশোধন বি ভুল ঠিক করা।
Leave a Reply