ভোগ [ bhōga ] বি.
1 সুখ-দুঃখ আরাম প্রভৃতির অনুভূতি (সুখভোগ, দুর্ভোগ);
2 পরিণাম সহ্য করা (কর্মভোগ, ফলভোগ);
3 উপভোগ (বিষয়ভোগ, ভোগে লাগা);
4 ইন্দ্রিয়সুখ, ধনৈশ্বর্য (ভোগবাসনা, ভোগতৃষ্ণা);
5 উপভোগের বা ভোজনের বস্তু (সত্যনারায়ণের ভোগ);
6 সাপের ফণা;
7 সাপ
[সং. √ ভুজ্ + অ]।
ভোগতৃষ্ণা, ভোগপিপাসা বি. সুখ ও ঐশ্বর্য ভোগ করার প্রবল ইচ্ছা।
ভোগদেহ বি. (হিন্দু মতে মৃত্যুর পরে প্রেতপিণ্ড লাভের পর) জীবাত্মার সূক্ষ শরীর।
ভোগবতী বি. (স্ত্রী.) পাতালের গঙ্গা।
ভোগবিলাস বি. পার্থিব সুখ ও ধন-ঐশ্বর্য ভোগ।
ভোগরাগ বি. দেবতার বিবিধ নৈবেদ্য ও সানুরাগ পূজাবন্দনাদি।
Leave a Reply