ভেদ [ bhēda ] বি.
1 বেধন ছেদন (লক্ষ্যভেদ, মৃত্তিকাভেদ);
2 পার্থক্য (মতভেদ, জাতিভেদ, অবস্হাভেদে);
3 অনৈক্য, বিরোধ (ভেদবুদ্ধি, আদর্শগত ভেদ);
4 বিচ্ছেদ, মনান্তর, বিরূপতা (ভেদাভেদ);
5 বাধা দূর করে ভিতরে প্রবেশ (বূহ্যভেদ);
6 বিভেদ সৃষ্ঠির রাজনীতিক পন্হাবিশেষ (ভেদনীতি);
7 উদ্ঘাটন (রহস্যভেদ);
8 রেচন, দাস্ত, পাতলা পায়খানা (ভেদবমি)।
[সং. √ ভিদ্ + অ]।
ভেদক ভেদী (-দিন্) বিণ ভেদকারক, ছেদক।
ভেদকারক, ভেদকারী (রিন্) বিণ. ভেদকের -এর অনুরূপ।
ভেদজ্ঞান, ভেদবুদ্ধি বি
1 পার্থক্যের বোধ;
2 বিরোধ মনোভাব।
ভেদন বি. ভেদ করা।
ভেদনীয় ভেদ্য বিণ ভেদ করা যায় বা উচিত এমন (সূচিভেদ্য)।
ভেদাভেদ বি
1 বৈষম্য ও সাম্য;
2 আপনপর জ্ঞান;
3 (দর্শ.) পরমাত্মা ও জীবাত্মা এক হয়েও দুই, দুই হয়েও এক-এই তত্ত্ব;
4 পার্থক্য।
ভেদিত বিণ. ভেদ করা হয়েছে এমন।
Leave a Reply