ভৃগু [ bhṛgu ] বি.
1 পর্বতের উপরের সমতলস্হান:
2 পর্বতের ঢালু জায়গা;
3 অতি উঁচু স্হান;
3 পৌরাণিক মুনিবিশেষ।
[সং. √ ভ্রস্জ্ + উ (নি.)]।
ভৃগুপতন বি. পর্বতের উপর থেকে পতন।
ভৃগুপদচিহ্ন বি. (পুরাণে) বিষ্ণুর বুকে ভৃগুমুনির পদাঘাতের চিহ্ন।
ভৃগুবার, ভৃগুবাসর বি. শুক্রবার।
ভৃগুসুত বি. ভৃগুর পুত্র পরশুরাম।
Leave a Reply