ভূমি [ bhūmi ] বি.
1 পৃথিবী;
2 ভূপৃষ্ঠ, মাটি;
3 মেঝে (ভূমিশয্যা);
4 ক্ষেত্র, জমি (নিষ্কর ভূমি, ভূমিহীন প্রজা);
5 আধার (বিশ্বাসভূমি);
6 দেশ (জন্মভূমি);
7 তল, তলা (সপ্তভূমিক অট্টালিকা);
8 (জ্যামি.) ত্রিভূজের শীর্ষবিন্দুর বিপরীত দিকের বাহু, basc.
[সং. √ ভূ + মি]।
ভূমিকম্প বি. ভূমির অর্থাত্ পৃথিবীর কম্পন।
ভূমিগর্ভ বি. পৃথিবীর অভ্যন্তর, ভূপৃষ্ঠে নিম্নবর্তী স্হান।
ভূমিজ বিণ. মাটিতে বা খেতে উত্পন্ন; কৃষিজাতা।
ভূমিতল বি. ভূপৃষ্ঠ, মাটির বা জমির উপরিতল, ভূতল।
ভূমিদাস বি. অন্যের জমিতে বাধ্যতামূলক ভাবে যে শ্রমিক বেগার খাটে, সার্ফ।
ভূমিশয্যা বি. মাটিতে পড়ে যাওয়া, ধরাশায়ী হওয়া; ভূমিরূপ শয্যা।
ভূমিসংস্কার বি. চাষের জমির এবং চাষির অবস্হার উন্নতিসাধন।
ভূমিসাত্, ভূমিসাত, ভূমিসাৎ বিণ. ভূমিতে পতিত; মাটির সঙ্গে মিশে গেছে এমন (ঘরবাড়ি সব ভূমিসাত্ হয়ে গেছে)।
Leave a Reply