ভূত [ bhūta ] বি.
1 শিবের অনুচর দেবযোনিবিশেষ (ভূতনাথ);
2 অশরীরী প্রেত বা পিশাচ (ভূতের ভয়);
3 জীব, প্রাণী (সর্বভূতে দয়া);
4 ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুসমূহের মূল উপাদান (পঞ্চভূত)।
☐ বিণ.
1 অতীত (ভূতপূর্ব মন্ত্রী);
2 ঘটিত, পরিণত (দ্রবীভূত, বাষ্পীভূত);
3 বিদ্যমান, রয়েছে এমন (অন্তর্ভূত)।
[সং. √ ভূ + ত]।
ভূতকাল বি. অতীত কাল।
ভূতগ্রস্ত বিণ. ভূতপ্রেতের দ্বারা আক্রান্ত বা আবিষ্ট।
ভূতচতুর্দশী বি. কার্তিক মাসের কৃষ্ণাচতুর্দশী তিথি।
ভূতধাত্রী, ভূতধারিণী বি. পৃথিবী।
ভূতনাথ বি. শিব।
ভূতপূর্ব বিণ. প্রাক্তন, আগেকার।
ভূতপ্রেত বি. প্রেতযোনিসমূহ।
ভূতবলি, ভূতযজ্ঞ বি. প্রাণীদের অন্নদান করার শাস্ত্রানুমত কর্তব্য।
ভূতভাবন বি. জীবের সৃষ্টিকর্তা বা পালক শিব।
ভূতময় বিণ. পঞ্চভূতের দ্বারা গঠিত।
ভূতযোনি বি. 1 প্রেতজন্ম; 2 ভূতপ্রেত।
ভূতশুদ্ধি বি. পূজাদি করে পাঞ্চভৌতিক দেহের সংস্কার।
ভূতাত্মা বি. দেহী, প্রাণী; জীবাত্মা।
ভূতাবিষ্ট বিণ. ভূতগ্রস্ত।
ভূতাবেশ বি. ভূতের আক্রমণ; ভূতগ্রস্ত অবস্হা।
ভূতেশ বি. শিব, ভূতনাথ।
Leave a Reply