ভোলা [ bhōlā ] ক্রি.
1 ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (নাম ভোলা, পড়া ভোলা);
2 বশীভূত বা প্রভাবিত হওয়া (লোকের কথায় ভোলা)।
☐ বি. উক্ত অর্থে।
☐বিণ ভুলায় এমন; ভোলে এমন (ভোলা মন)।
ভোলানাথ বি. শিব।
ভোলানো ক্রি. বি. ভুলিয়ে দেওয়া, ভুল করানো।
☐বিণ. যা ভোলায় এমন (ছেলেভোলানো গান)।
Leave a Reply