ভুল [ bhula ] বি.
1 ভ্রম, ভ্রান্তি (বইখানা ভুলে ভরা);
2 বিস্মৃতি (ডালে নুন দিতে ভুল হয়েছে);
3 প্রলাপ (ভুল বকা);
4 অযথার্থ ধারণা (বন্ধুকে শত্রু বলে ভুল করা)।
☐ বিণ.
1 ভ্রান্ত, ভ্রমপূর্ণ (ভুল কথা);
2 বেঠিক (ভুল লোক, ভুল অঙ্ক);
3 অযথার্থ (ভুল খবর)।
[< সং. √ হ্বল্]।
ভুলচুক, ভুলভ্রান্তি বি. ছোটোবড়ো ভুল; ছোটোখাটো ভুল; অনবধানতা।
ভুল বোঝাবুঝি বি. পরস্পরের মধ্যে বোঝাপড়ার ঘাটতি।
ঠিকে ভুল (অপ্র.) যোগে ভুল।
Leave a Reply