ভোগা1 [ bhōgā1 ] (আশা.) বি. ফাঁকি, প্রতারণা, ধোঁকা (ভোগা দিয়ে টাকা নিয়ে চলে গেল)।
[দেশি. -তু. হি. ভগল্]।
ভুগা, ভোগা2 [ bhōgā2 ] ক্রি. বি.
1 দুঃখকষ্ট সহ্য করা;
2 কষ্ট পাওয়া (ছেলেটা খুব ভুগছে)।
[বাং. √ ভুগা]।
ভোগানো ক্রি. বি. দুঃখ কষ্ট ইত্যাদি সহ্য করানো, কষ্ট দেওয়া (তাকে এত ভোগাচ্ছে কেন?)।
ভোগান্তি বি. নিদারুণ কষ্ট বা দুর্ভোগ (ভোগান্তির চরম, ভোগান্তির একশেষ)।
Leave a Reply