ভুক্ত [ bhukta ] বিণ.
1 খাওয়া হয়েছে এমন (ভুক্তাবশেষ);
2 ভোগ করা হয়েছে এমন;
3 অন্তর্ভুক্ত, অভ্যন্তরে আছে এমন (দলভুক্ত)।
[সং. √ ভূজ্ + ত]।
ভুক্তভোগী (-গিন্) বিণ. বি. পূর্বে যে ভোগ করেছে বা কষ্ট পেয়েছে এমন।
ভুক্তাবশেষ বি. খাওয়ার পরে যা অবশিষ্ট থাকে বা পড়ে থাকে।
বিণ. ভুক্তাবশিষ্ট।
Leave a Reply