ভুঁই [ bhum̐i ] বি.
1 ভূমি (ভুঁয়ে লুটায়);
2 মাটি; খেত (ভুঁইকুমড়ো);
3 স্হান, ঠাঁই
4 (বিদেশবিভুঁই)।
[< সং. ভূমি]।
ভুঁইকুমড়ো বি. মাটিতে জন্মায় এমন কুমড়োবিশেষ।
ভুঁইচাঁপা বি. লালচে রঙের সুগন্ধি ফুলবিশেষ।
ভুঁইফোঁড় বিণ. (আল.)
1 হঠাত্ বড়োলোক হয়েছে এমন;
2 হঠাত্ আবির্ভূত হয়েছে এমন।
☐ বি. ছত্রাকজাতীয় উদ্ভিদবিশেষ।
ভুঁইমালী বি. 1 ঝাড়ুদার; 2 (আঞ্চ.) ঢাকি।
Leave a Reply