ভীষ্ম [ bhīṣma ] বিণ. (অপ্র.) ভীষণ।
☐ বি. (মহাভারতে) রাজা শান্তুনু ও গঙ্গাদেবীর পুত্র এবং কৌরবপাণ্ডবদের পিতামহ দেবব্রত যিনি কখনো বিবাহ করবেন না এই ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন বলে অতঃপর ভীষ্ম নামে পরিচিত হন।
[সং. √ ভী + ম]।
ভীষ্মের প্রতিজ্ঞা — অতি কঠিন ও অটল প্রতিজ্ঞা।
Leave a Reply