ভিন্ন [ bhinna ] বিণ.
1 অন্য (ভিন্ন ব্যাপার, ভিন্ন কথা);
2 আলাদা, পৃথক (ভিন্ন হয়ে বসো);
3 বিচ্যুত, বিযুক্ত, খণ্ডিত, বিভক্ত (ছিন্নভিন্ন দেহ);
4 একান্নবর্তী নয় এমন, হাঁড়ি আলাদা এমন (ভাইয়েরা ভিন্ন হয়েছে)।
☐ অব্য. অনু. ছাড়া, বিনা, ব্যতীত (এ কাজ সে ভিন্ন আর কেউই পারবে না)।
[সং. √ ভিদ্ + ত]।
ভিন্নতা বি. অন্যত্ব; পার্থক্য (চালচলনের ভিন্নতা)।
ভিন্নরুচি বিণ. আলাদা বা অন্যরকম রুচিবিশিষ্ট।
ভিন্নার্থ বি. অন্য অর্থ বা তাত্পর্য।
☐ বিণ. অন্য অর্থ বা তাত্পর্যযুক্ত।
ভিন্নার্থক বিণ. ভিন্ন অর্থযুক্ত (ভিন্নার্থক শব্দ)।
Leave a Reply