ভিতর [ bhitara ] বি. অভ্যন্তর, মধ্য (বনের ভিতরে, এক মাসের ভিতর)।
☐ বিণ. অভ্যন্তরস্হ, মধ্যের, মধ্যবর্তী (ভিতর মহল, ভিতরদিক)।
[প্রাকৃ. ভিত্তর]।
ভিতরকার বিণ. ভিতরের, মধ্যের (ঘরের ভিতরকার জিনিসপত্র)।
ভিতরবাড়ি বি. অন্দরমহল।
ভিতরে ভিতরে ক্রি-বিণ. তলে তলে, গোপনে (ভিতরে ভিতরে সে প্ল্যান আঁটছিল)।
Leave a Reply