ভাল১ [ bhāla ] বি. কপাল, ললাট (‘শভ্রভালে সিন্দূরবিন্দু’: রবীন্দ্র)।
[সং. ভা + √ লা + আ]।
ভাল২, ভালো [bhāla, bhālō] বিণ.
1 উত্তম (ভালো জিনিস);
2 শুভ, হিতকর (ভালো উপদেশ);
3 নীরোগ, সুস্হ (ভালো শরীর);
4 সত্ (ভালো লোক);
5 নিরীহ (ভালো মানুষ);
6সুন্দর, মানানসই (ভালো দেখায় না, ভালো শুনায় না);
7 দক্ষ, পটু (ভালো মিস্ত্রি)।
☐ বি. শুভ, মঙ্গল, উপকার (পরের ভালো, দেশের ভালো, তোমার ভালো হোক)।
☐ অব্য. আচ্ছা, বেশ (ভালো, তাই হোক)।
[প্রাকৃ. ভল্লঅ]।
ভাল আপদ, ভাল জ্বালা, ভালো আপদ, ভালো জ্বালা বিরক্তি কষ্ট প্রভৃতি সূচক উক্তি বিশেষ (ভালো আপদ, আমি আবার ওকথা কখন বললাম?)।
ভাল কথা, ভালো কথা বি. হিতবাক্য, উপকারী বা উত্কৃষ্ট উপদেশ। ☐ অব্য. হঠাত্ মনে পড়ল-এই ভাবসূচক উক্তি (ভালো কথা, তুমি কবে দিল্লি যাবে?)।
ভাল করা, ভালো করা ক্রি. বি. রোগমুক্ত করা উপকার করা (আমাকে সদুপদেশ দিয়ে ভালো করেছেন)।
ভাল থাকা, ভালো থাকা ক্রি. বি. সুস্হ থাকা স্বচ্ছন্দে থাকা (ভালো থেকো)।
ভাল দেখানো, ভালো দেখানো ক্রি. বি সুন্দর বা মানানসই দেখানো (নিজ থেকে ওখানে যাওয়াটা ভালো দেখায় না)।
ভাল রে ভাল, ভালো রে ভালো ! বিরক্তি কষ্ট বিস্ময় প্রভৃতি সূচক উক্তিবিশেষ।
ভাল লাগা, ভালো লাগা ক্রি. বি.
1 উত্তম তৃপ্তিকর বা স্বাদু মনে হওয়া;
2 সুস্থ বোধ করা (আজ অনেকটা ভালো লাগছে)।
ভাল হওয়া, ভালো হওয়া ক্রি. বি.
1 রোগমুক্ত হওয়া;
2 অসত্ থেকে সত্ হওয়া (বিপথে গিয়েছিল, এখন ভালো হয়েছে);
3মঙ্গল বা উপকার হওয়া (ভগবান করুন, তোমার যেন ভালো হয়)।
ভালমন্দ, ভালোমন্দ বি.
1 শুভাশুভ; মঙ্গলামঙ্গল;
2 একঘেয়েমি থেকে মুক্তি দেয় এমন জিনিস, ভালো জিনিস (বন্ধুর বাড়ি গিয়ে ভালোমন্দ খেয়েছে)।
ভালমনে, ভালোমনে ক্রি-বিণ. সরল মনে।
ভালয় ভালয়, ভালোয় ভালোয় ক্রি-বিণ. নিরাপদে (ভালোয় ভালোয় পৌঁছতে পারলে বাঁচি)।
Leave a Reply