ভারী1 [ bhārī1 ] বিণ.
1 বেশি ওজনবিশিষ্ট, গুরুভার (ভারী বস্তা, ভারী ব্যাগ);
2 কঠিন, দায়িত্বপূর্ণ (ভারী কাজের দায়িত্ব);
3 সংখ্যায় বেশি (দলে ভারী);
4 খুব, খুব বেশি (ভারী চালাক, ভারী কষ্ট);
5 অপ্রসন্ন, গম্ভীর (মুখ ভারী)।
[সং. ভার + ইন্]।
ভারী2 [ bhārī2 ] বিণ. বি. ভারবহনকারী।
☐ বি. যে ব্যক্তি কলসি টিন প্রভৃতিতে করে বাড়ি-বাড়ি জল সরবরাহ করে।
[সং. ভার + ইন্]।
Leave a Reply