ভারত [ bhārata ] বি.
1 ভারতবর্ষ;
2 বর্তমান ভারতরাষ্ট্র;
3 মহাভারত (যা নেই ভারতে তা নেই ভারতে);
4 ভারত-সূত্র;
5 নট।
ভারতবাসী (-সিন্) বি. বিণ. ভারতের অধিবাসী।
ভারতীয় বিণ.
1 ভারতসম্বন্ধীয় (ভারতীয় পোশাক);
2 ভারতে উত্পন্ন বা বসবাসকারী (ভারতীয় বস্ত্র, ভারতীয় গম)।
☐ বি. ভারতের অধিবাসী বা নাগরিক (ভারতীয়দের সংগ্রাম)।
বি. ভারততা, ভারতত্ব।
ভারত মহাসাগর ভারতের দক্ষিনে অবস্হিত মহাসাগরবিশেষ, the Indian Ocean
ভারতমাতা বি. মাতা রূপে কল্পিত ভারতভূমি।
Leave a Reply